Samsung গ্রাহকদের জন্য দারুণ খুশির খবর প্রকাশ্যে এলো। বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের ওয়েবসাইটে Samsung Galaxy M06 5G মডেলটির উপর চলছে দুর্দান্ত ডিসকাউন্ট। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং বিভিন্ন ব্যাংক অফার মিলিয়ে ৯ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই মডেলটি। লো বাজেট স্মার্টফোনের খোঁজ করে থাকলে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচারস গুলি তো জেনে নিতেই হবে। এর পাশাপাশি জানতে হবে বিভিন্ন অফার সম্পর্কেও।
আজকের প্রতিবেদনে স্মার্টফোন গ্রাহকদের জন্য এই দুর্দান্ত অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। কম রেঞ্জের 5G স্মার্ট ফোন গুলির মধ্যে অন্যতম Samsung Galaxy M06 5G। এখনই একটি কমদামের স্মার্ট ফোন কিনতে চাইলে, আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Samsung Galaxy M06 5G মডেলের বিশেষত্ব:
১) ব্যাটারি ক্যাপাসিটি- দুর্দান্ত এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এর ফলে দীর্ঘক্ষন এই স্মার্টফোনের ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
২) ক্যামেরা- Samsung স্মার্টফোনের ক্যামেরা সব সময়ই গ্রাহকদের আকর্ষণের মূল কেন্দ্রে থাকে। লো বাজেটের এই স্মার্টফোনটিতে স্যামসাং দিচ্ছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এর পাশাপাশি সেলফি এবং ভিডিও কলিং এর জন্যও থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৩) প্রসেসর- যে কোন স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে প্রসেসর উন্নত মানের হওয়া প্রয়োজন। স্যামসাং তার Samsung Galaxy M06 5G মডেলটিতে ভালো পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করেছে। পাশাপাশি এই মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭.০ কাস্টম স্কিনের মাধ্যমে চালিত হয়।
Read More:
- ৭৫৫০ mAh ব্যাটারিসহ লঞ্চ হয়েছে Redmi Turbo 4 Pro, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরায় দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ!
- 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল বাজেট ফ্রেন্ডলি Honor X70i, জানুন বিস্তারিত
- বিপুল পরিমাণ শূন্য পদে সিভিক নিয়োগ শুরু! আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন
৪) ডিসপ্লে- Samsung Galaxy M06 5G মডেলে ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
৫) অন্যান্য স্পেসিফিকেশন- Samsung Galaxy M06 5G স্মার্টফোনে অতিরিক্ত নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পাশাপাশি এই মডেলটিতে ৬ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল RAM ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
স্বাভাবিকভাবেই এই স্মার্টফোনটির চাহিদা রয়েছে বিপুল পরিমাণে। তার উপরে এবারে পাওয়া যাচ্ছে অ্যামাজনের দুর্দান্ত ডিসকাউন্ট।
Samsung Galaxy M06 5G ডিসকাউন্ট অফার
এই স্মার্টফোনের ৪ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলটির মূল দাম ৯,৯৯৯ টাকার উপরে আমাজন দিচ্ছে আরও এক হাজার টাকার দুর্দান্ত ডিসকাউন্ট। যার ফলে এই মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকার বিনিময়ে। এছাড়াও এর ওপর থাকছে বিভিন্ন ব্যাংকের ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। সব মিলিয়ে আরো ৭০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকেরা।