ভারতীয় বাজারে আসতে চলেছে স্যামসাং এর দুর্দান্ত একটি মডেল। দাম এবং বিভিন্ন ফিচারস এর দিক থেকেও এই স্মার্টফোনটি যেমন অনবদ্য হতে চলেছে, তেমনি samsung এর অন্যান্য একাধিক মডেলের সঙ্গে টেক্কা দেবে এই স্মার্টফোনটি। শুধুমাত্র স্যামসাং কেন, বিভিন্ন চীনা ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গেও টক্কর দেওয়ার ক্ষমতা থাকছে এই দুর্দান্ত স্মার্টফোনের।
বর্তমানে ভারতীয় বাজারে Samsung তাদের Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36 5G এবং Galaxy A56 5G মডেল গুলি লঞ্চ করেছে। যদিও এর মধ্যে থেকে Galaxy A26 5G মডেল দিয়ে এখনো পর্যন্ত সেল করা হয় না ভারতীয় বাজারে।
তবে এবার Samsung কোম্পানির পক্ষ থেকে এই দুর্দান্ত মডেলটির বিক্রয় শুরু হবে বলে জানানো হয়েছে। Samsung এর বিপুলসংখ্যক গ্রাহকদের কাছে স্বল্পমূল্যের এই মডেলটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এখান থেকে এই দুর্দান্ত মডেলের বিভিন্ন ফিচার এবং বিক্রয়মূলক বিস্তারিতভাবে জেনে নিন।
Samsung Galaxy A56 5G
কম প্রাইস রেঞ্জ এর মধ্যে স্যামসাং কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা এই দুর্দান্ত স্মার্টফোনটি বিক্রয় হতে চলেছে ভারতীয় বাজারে। সম্প্রতি X হ্যান্ডেলের মাধ্যমে এই স্মার্টফোনের দাম এবং বিভিন্ন ফিচারস এসেছে গ্রাহকদের সামনে।
প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে, ভারতীয় বাজারে এই মডেলের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। যার মধ্যে প্রথমটি হল- 8GB+128GB এবং দ্বিতীয়টি- 8GB+256GB। উভয় ক্ষেত্রেই মূলত পার্থক্য থাকবে স্মার্টফোনের স্টোরেজ অপশনে। অন্যান্য যাবতীয় ফিচারস উভয় ভেরিয়েন্টের ক্ষেত্রেই সমান থাকবে।
Samsung Galaxy A56 5G এর সম্ভাব্য দাম
উভয় ভ্যারিয়েন্টের মধ্যে প্রথমটি 24,999 টাকা এবং দ্বিতীয়টি 27,999 টাকায় ভারতীয় বাজারে বিক্রয় হবে বলে জানা যাচ্ছে।
Samsung Galaxy A56 5G ফোনের স্পেসিফিকেশন
মার্চ মাসের শুরুতেই এই দুর্দান্ত স্মার্টফোনটি samsung কোম্পানির পক্ষ থেকে ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হলেও তখনই শুরু হয়নি এটির বিক্রয়। তবে এবারের ভারতীয় বাজারের মূল্যসহ একাধিক তথ্য প্রকাশিত হয়েছে। মার্চ মাসের লোন খাওয়া এই দুর্দান্ত স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন নিচে উল্লেখ করা হলো-
Read More: অফারে কম দামে পাওয়া যাচ্ছে, 200MP ক্যামেরা সহ এই Samsung স্মার্টফোন! জেনে নিন বিস্তারিত।
১) প্রসেসর– যে কোন স্মার্টফোনের ক্ষেত্রেই প্রসেসর সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই স্মার্ট ফোনটি ভালো কিনা খারাপ তা বিচার করার ক্ষেত্রে প্রসেসর দেখে ভালোভাবে বুঝে তবে কেনাটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ।
Samsung তাদের Galaxy A56 5G স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 5nm প্রসেসে তৈরি Exynos 1380 অক্টাকোর প্রসেসর। যেখানে 2GHz Quad A55 + 2.4GHz Quad A78 কোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্রাফিক্সের মসৃণ ব্যবহারের জন্য রয়েছে Mali-G68 MP5 GPU।
২) ব্যাটারি– প্রসেসরের পরেই একটি ফোনের গুরুত্বপূর্ণ অংশ হলো তার ব্যাটারি। তাই উচ্চ ব্যাটারি সম্পন্ন মোবাইল ফোন গুলি যথেষ্ট পরিমাণে আকর্ষিত করে এর গ্রাহকদের। Samsung স্মার্টফোনের এই মডেলটিতে গ্রাহকেরা 5,000mAh এর ব্যাটারি পাবেন, যেটি 25W এর দ্রুত চার্জিং ফেসিলিটি সহ লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে।
৩) OS– Android 15 এবং One UI 7 সহ স্মার্টফোনটি লঞ্চ করা হলেও আগামী 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এর ফলে এই স্মার্টফোনের গ্রাহকেরা Android 21 পর্যন্ত উপভোগ করতে পারবেন।
৪) ক্যামেরা– Samsung তার এই দুর্দান্ত মডেলের স্মার্টফোনে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যুক্ত করেছে। এর পাশাপাশি সেলফি তোলার ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 13MP ক্ষমতাযুক্ত ক্যামেরা।
৫) ডিসপ্লে– 164 x 77.5 x 7.7 মিমি ডায়মেনশন এবং 200 গ্রাম ওজনের এই দুর্দান্ত স্মার্টফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন।