Saturday, April 19, 2025
HomeMobile ReviewsAI ক্যামেরা সহ ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে Realme 14T 5G! একবার চার্জ...

AI ক্যামেরা সহ ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে Realme 14T 5G! একবার চার্জ দিলেই চলবে দুদিনের বেশি।

Realme 14T 5G: 25 শে এপ্রিল ভারতীয় বাজারে আসতে চলেছে Realme র এক দুর্দান্ত 5G স্মার্টফোন। মোবাইলপ্রেমীদের জন্য একাধিক ফিচারসহ এই স্মার্টফোনটির ফার্স্ট লুক ইতিমধ্যেই ফ্লিপকার্ট এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে। এর নাম Realme 14T 5G। এই দুর্দান্ত স্মার্ট ফোন নিয়ে ইতিমধ্যেই গ্রাহকদের উত্তেজনা তুঙ্গে। আর তার মধ্যেই মাইক্রোসাইট থেকে গতকাল ডিভাইসের ব্যাটারি এবং অন্যান্য ফিচারস গুলি প্রকাশ্যে এসেছে।

এই সমস্ত ফিচারস এবং স্পেসিফিকেশন ভালোভাবে বুঝে নিয়ে তবে একটি স্মার্টফোনে ইনভেস্ট করা উচিত। তাই আপনাদের জন্য দুর্দান্ত Realme 14T 5G স্মার্টফোনটির একাধিক স্পেসিফিকেশন নিচে উল্লেখ করা হলো। সমস্তটা ভালোভাবে বুঝে এই স্মার্টফোনটি কেনার জন্য অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন।

Realme 14T 5G স্পেসিফিকেশন:

১) ডিসপ্লে- Realme 14T 5G AMOLED ডিসপ্লে দিচ্ছে যেখানে 2100 নিটস এর পিক ব্রাইটনেস এবং TUV Rheinland এর সার্টিফিকেশন পাবেন গ্রাহকেরা। এটি মূলত লো ব্লু লাইট নির্গমন হওয়ার বিষয়ে গ্রাহকদের সুনিশ্চিত করবে।

২) ব্যাটারি- মিড রেঞ্জ এই স্মার্টফোনটির ব্যাটারি থাকছে তাক লাগিয়ে দেওয়ার মত। এখানে আপনারা 6000 এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন, যেটি 45 ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, দুর্দান্ত এই ডিভাইসটি একবার চার্জ করলেই আপনারা পাবেন 54.3 ঘন্টার জন্য কলিং টাইম। এছাড়াও একবার 100% চার্জ হয়ে গেলে এর ব্যাটারি 17.2 ঘন্টার জন্য ইউটিউব টাইম এবং 12.5 ঘন্টার জন্য instagram time দেবে।

Read More: 200 মেগাপিক্সেল ক্যামেরার Vivo X200 Ultra হার মানাবে iphone 16 Pro Max কেও! স্পেসিফিকেশন জেনে নিন এখনই।

৩) ক্যামেরা কোয়ালিটি- ক্যামেরার মামলাতেও খুব একটা পিছিয়ে নেই Realme 14T 5G। এই স্মার্টফোনের ক্যামেরায় সংযুক্ত হয়েছে 50 মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা।

৪) অন্যান্য ফিচারস- Realme 14T 5G স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন এর মধ্যে রয়েছে এর দুর্দান্ত তিনটি কালার অপশন। যেখানে গ্রাহকেরা সিল্কেন গ্রিন, ভায়োলেট গ্রেস এবং স্যাটিন ইঙ্ক কালার এর মধ্যে থেকে তাদের পছন্দমত কালার অপশন বেছে নিতে পারবেন। এই স্মার্টফোনে আসছে স্যাটিন ইন্সপায়ার্ড ফিনিশ, যা এপিকে আরো অধিক পরিমাণে আকর্ষণীয় করে তুলবে। এছাড়াও সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও ৩০০% আল্ট্রা ভলিউম মোড পাবেন গ্রাহকরা।

Realme 14T 5G স্মার্টফোনটি 25 তারিখে ভারতীয় বাজারে লঞ্চ হওয়া ঠিক দুদিন আগে চিনা বাজারে লঞ্চ হতে চলেছে Realme GT 7। চিনা বাজারের এই স্মার্টফোনটিতে থাকছে ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট, ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিং ফেসিলিটি।

Most Popular

Most Popular