Thursday, April 24, 2025
HomeMobile Reviews5 বছরেও নষ্ট হবে না 7000 mAh এটা শক্তিশালী ক্যামেরা! আগামী সপ্তাহেই...

5 বছরেও নষ্ট হবে না 7000 mAh এটা শক্তিশালী ক্যামেরা! আগামী সপ্তাহেই লঞ্চ হচ্ছে দুর্দান্ত ফিচার যুক্ত Oppo K12s

Oppo K12s: ভারতীয় বছরের জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন গুলির মধ্যে অন্যতম OPPO। এই সংস্থা এবার তাদের K12 সিরিজের নতুন স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। K12 এই দুর্দান্ত স্মার্টফোনটির নাম- Oppo K12s। আর মাত্র ৩ দিনের মধ্যেই অর্থাৎ ২২ এপ্রিল ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। ইতিমধ্যেই এই স্মার্টফোনের ছবি এবং অন্যান্য ফিচারস প্রকাশ করা হয়েছে।

স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে তার ফিচারস এবং স্পেসিফিকেশন জেনে নিতে হয়। তাই মিড রেঞ্জের এই স্মার্টফোনটির বিভিন্ন ফিচারস এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলির জেনে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।

Oppo K12s -এর স্পেসিফিকেশন:

OPPO তাদের K12 স্মার্টফোনটিতে ৭০০০ mAh এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করছে। যেখানে গ্রাহকেরা ৮০ ওয়াটের উচ্চ গতি সম্পন্ন চার্জিং ফেসিলিটি পাবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যাটারি একটানা ১৮০০ চার্জ সাইকেল পর্যন্ত ব্যবহার করা হলেও মাত্র ২০% ব্যাটারি ক্ষমতা ক্ষয় হবে। অর্থাৎ ব্যাটারির মামলায় দুর্দান্ত এই স্মার্টফোনটি আগামী ৫ বছর পর্যন্ত দুর্দান্ত ব্যাটারির পারফরম্যান্স প্রদান করবে গ্রাহকদের। তাই যারা সারাদিনে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাদের জন্য Oppo K12s একটি দুর্দান্ত অপশন হতে চলেছে।

Read More:

৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সহ ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে Oppo K12s। এ পাশাপাশি এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপশনও পেয়ে যাবেন গ্রাহকেরা।

প্রসেসরের মামলাতেও পিছিয়ে নেই Oppo K12s। উচ্চ গতিসম্পন্ন পারফরম্যান্সের জন্য OPPO তাদের এই মডেলটিতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর ব্যবহার করছে। এর ফলে কোনরকম ল্যাগ ছাড়াই অত্যন্ত ভালো পারফরম্যান্স দেবে এই স্মার্টফোন।

OPPO তাদের এই দুর্দান্ত মডেলের ক্যামেরাটিও যথেষ্ট ভালো রেখেছে। এক্ষেত্রে গ্রাহকেরা ফটোগ্রাফির জন্য ব্যাক ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা সেন্সর হিসাবে ২ মেগাপিক্সেলের ব্যবহার করতে চলেছে। এর পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

সম্প্রতি পাওয়া বিভিন্ন খবর অনুসারে, স্মার্টফোনটি ভারতীয় বাজারে ৮ বা ১২ জিবি RAM এবং ১২৮/২৫৬/৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনের সাথে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি গ্রাহকেরা বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট অপশনও পেয়ে যাবেন এই মডেলের ক্ষেত্রে। তাই যারা OPPO কোম্পানির এই দুর্দান্ত স্মার্টফোন কিনতে আগ্রহী, তাদের বাকি সমস্ত ফিচার এবং দাম জেনে নেওয়ার জন্য ২২ এপ্রিল পর্যন্ত একটু অপেক্ষা করে যেতে হবে।

Most Popular

Most Popular