মোবাইল ফোন আপগ্রেডেশনের মাধ্যমে মোটোরোলা কোম্পানি বর্তমানে জনগণের মধ্যে যথেষ্ট পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই ব্র্যান্ডের পক্ষ থেকে বিশ্ব বাজারে Razr 60 এবং Edge 60 লাইন আপ লঞ্চ করার পরিকল্পনা করা হচ্ছে। যার মধ্যে Edge 60 Fusion মডেলটি এপ্রিল মাসের 2 তারিখে ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে।
ভারতীয় বাজারে বিক্রয় শুরু হওয়ার পূর্বেই Motorola Edge 60 সিরিজ এবং Razr 60 Ultra -র সম্ভাব্য দাম, স্মার্টফোনের কালার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতীয় বাজারে কি নিজের জায়গা করে নিতে পারবে এই দুই স্মার্টফোন? তার জন্য অবশ্যই জেনে নিতে হবে স্মার্ট ফোন দুটির বিশেষত্ব গুলি।
Motorola Edge 60 সিরিজ
ভারতীয় বাজারে এপ্রিল মাসের 2 তারিখে আসতে চলেছে Motorola Edge 60 সিরিজ। এই মডেলের আন্ডারে মোট দুটি স্মার্ট ফোন লঞ্চ হওয়ার কথা জানা যাচ্ছে। সেগুলি হল-
- Motorola Edge 60
- Motorola Edge 60 Pro
Motorola সংস্থার পক্ষ থেকে Edge স্মার্টফোন দুটি লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই ভারতীয় বাজারে আসতে পারে Motorola Razr 60 Ultra। সম্প্রতি একটি ইউরোপীয় রিটেল সাইট Epto-তে এই মডেলগুলি খুঁজে পাওয়া গিয়েছে।
Read More: প্রকাশ্যে এল Samsung Galaxy A26 5G স্মার্টফোনের ভারতীয় দাম! জেনে নিন বিস্তারিত।
Motorola Edge 60, Edge 60 Pro এবং Razr 60 Ultra -র কালার
ইউরোপীয় বাজারে Motorola Edge 60 ও Edge 60 Pro মডেল দুটি ব্লু এবং গ্রীন কালার অপশনে লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে এই স্মার্টফোনের পারপেল ভ্যারিয়েন্টটিও আসতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে Razr 60 Ultra মাউন্টেন ট্রেল উড এবং স্কারব গ্রীন কালারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট
যে কোন স্মার্টফোনের ভারতীয় বাজারে জনপ্রিয়তা পাওয়ার জন্য তার স্টোরেজ অপশন যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে যথেষ্ট সতর্ক Motorola সংস্থাটি। এর Edge 60 মডেলটি 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এবং Edge 60 Pro মডেলটি 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও লিক হওয়া তথ্য থেকেই এই বিষয়ে ধারণা করা হচ্ছে।
Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর সম্ভাব্য দাম
ভারতীয় বাজারে লঞ্চ হওয়া এবং ভারতীয় দামে এই স্মার্টফোন দুটি আসার পূর্বেই ইউরোপীয় বাজারের দাম অনুসারে একটি সম্ভাব্য দামের আভাস পাওয়া গিয়েছে। সেখান থেকেই ভারতীয় মূল্য অনুসারে Motorola Edge 60 মডেলটি প্রায় 37,000 টাকায়, Edge 60 Pro মডেলটি প্রায় 60,200 টাকায় এবং Razr 60 Ultra মডেলটি 1,24,600 টাকায় লঞ্চ হতে পারে।