মাত্র ৫৫০০ টাকায় দুর্দান্ত ফিচারের iPhone -এর স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন বিক্রি হচ্ছে ভারতীয় বাজারে! এটা একেবারেই অসম্ভব বলে মনে হলেও এই চমৎকারটি করে দেখিয়েছে itel। সংস্থার itel Zeno 10 স্মার্টফোনটিতে iPhone-এর ডায়নামিক বার ফিচার অ্যাড করা হয়েছে। মূলত ‘ডাইনামিক আইল্যান্ড’-এর অনুকরণে তৈরি হয়েছে এই দুর্দান্ত স্মার্টফোনটি।
তাই সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়ার জন্য এই স্মার্টফোনটির জুরি মেলা ভার। আপনি যদি এখনই একটি অত্যন্ত কম দামের মধ্যে স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন থেকে এই স্মার্টফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সহজ ভাবে বুঝে নিন।
itel Zeno 10 এর স্পেসিফিকেশন:
১) ডিসপ্লে- একটি স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে ডিসপ্লে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি স্মার্টফোনের ভালো স্ক্রিন এবং ডিসপ্লে না পাই তাহলে কিন্তু স্মার্টফোন ব্যবহারের অর্ধেক আনন্দই মাটি হয়ে যায়। তাই দুর্দান্ত এই স্মার্টফোনের মাধ্যমে itel সংস্থা ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে দিচ্ছে গ্রাহকদের।
২) ব্যাটারি- ব্যাটারির মামলাতে নেহাতই মিড রেঞ্জের স্মার্টফোনগুলি থেকে পিছিয়ে নেই এই স্বল্প মূল্যের itel Zeno 10। এই স্মার্টফোনে আপনারা ৫০০০ এমএএইচ এর অত্যন্ত শক্তিশালী ব্যাটারি পাবেন।
৩) ক্যামেরা- ছবিপ্রেমীদের কাছে স্মার্টফোন ব্যবহারের অন্যতম কারণ তার ক্যামেরা। স্বল্পমূল্যের মধ্যেও itel Zeno 10 স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর পাশাপাশি ভিডিও কলিং এবং সেলফির জন্য পাবেন ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Read More:
- AI ক্যামেরা সহ ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে Realme 14T 5G! একবার চার্জ দিলেই চলবে দুদিনের বেশি।
- ৫০,০০০ শূন্যপদে আবারো কর্মী নিয়োগ রেলে! মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ।
- AI ক্যামেরা সহ ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে Realme 14T 5G! একবার চার্জ দিলেই চলবে দুদিনের বেশি।
৪) প্রসেসর- এত কিছু দুর্দান্ত ফিচার যুক্ত স্মার্টফোনটি যাতে খুব ভালোভাবে গ্রাহকদের ব্যবহারের এক্সপেরিয়েন্স দিতে পারে, তার জন্যই এতে ব্যবহার করা হয়েছে Unisoc T606 প্রসেসর।
৫) স্টোরেজ- এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ৩ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে। যদিও এখনকার দামি দামি স্মার্টফোনের মতই এই স্মার্ট ফোনেও ভার্চুয়াল RAM প্রযুক্তির সাহায্যে ৮ জিবি পর্যন্ত RAM বাড়ানো সম্ভব।
itel Zeno 10 -এর দাম
ভারতীয় বাজারে বিভিন্ন ই-কমার্স সাইটের মাধ্যমে এই স্মার্টফোনটি বর্তমানে ৫,৯৯৮ টাকায় বিক্রি হচ্ছে। যদিও বিভিন্ন অফারের মাধ্যমে এই স্মার্টফোনের দাম আরো কমে যাচ্ছে।
itel Zeno 10 -এর দামের উপর ডিসকাউন্ট
সম্প্রতি বৃহত্তম ই কমার্স কোম্পানি অ্যামাজনে এই দুর্দান্ত স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। এর মূল দামের উপর অ্যামাজনের পক্ষ থেকে ৪০০ টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের কার্ডেও অতিরিক্ত ছাড় পাবেন গ্রাহকরা। এছাড়াও পুরনো মোবাইল এক্সচেঞ্জ অফারে ৫,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট থাকছে। এক্ষেত্রে পুরনো মোবাইলের ব্র্যান্ড এবং অবস্থান উপর ডিসকাউন্টের পরিমাণ নির্ভর করবে।