Thursday, April 10, 2025
HomeMobile Reviewsমাত্র 10,499/- টাকায় সবচেয়ে দ্রুত স্মার্টফোন! 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 6000mah...

মাত্র 10,499/- টাকায় সবচেয়ে দ্রুত স্মার্টফোন! 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 6000mah ব্যাটারি।

আপনি কি স্বল্পমূল্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্মার্টফোন কেনার জন্য নিত্যনতুন স্মার্ট ফোনগুলি সার্চ করছেন? তাহলে আপনার সমস্ত অপেক্ষার অবসান ঘটাতে ভারতীয় বাজারের অত্যন্ত স্বল্পমূল্যে বাম্পার ডিসকাউন্ট এর সাথে বিক্রয় হচ্ছে iQOO Z9x 5G। নাম শুনেই বুঝতে পারছেন এই দুর্দান্ত স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি দিতে চলেছে।

পাশাপাশি এটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার্স। স্মার্টফোনের দুনিয়ায় এবার আলোড়ন ফেলে দিতে হাজির হয়ে গিয়েছে এই দুর্দান্ত স্মার্টফোনটি। যেখানে আমাজনে গেলেই দেখবেন, সেখানে স্বল্প সময়ের জন্য দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে এই বিশেষ স্মার্টফোনটির উপরে।

iQOO Z9x 5G স্মার্টফোনে চলছে দুর্দান্ত অফার

গোটা বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি হল আমাজন। আর বর্তমানে iQOO Z9x 5G স্মার্টফোনটি amazon এ দুর্দান্ত মূল্যে বিক্রয় হচ্ছে। ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার সময় এই স্মার্টফোনটির 4 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ মডেলটির মূল্য ছিল 12,999/- টাকা। তবে সম্প্রতি অ্যামাজনের সীমিত সময়কালের জন্য বাম্পার অফারের মাধ্যমে এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম কমে গিয়েছে প্রায় 2500 টাকা। অর্থাৎ এখন এই স্মার্টফোনটির অফার মূল্য হল 10,499/- টাকা।

আকর্ষণীয় মূল্যে স্মার্টফোনটি পাওয়ার ক্ষেত্রে গ্রাহকেরা আরও বেশি ছাড় পেতে পারেন এমাজন পে এর মাধ্যমে স্মার্টফোনটি কিনলে। এক্ষেত্রে আপনি যদি এমাজন পের মাধ্যমে স্মার্টফোনটি ক্রয় করেন তাহলে 314 টাকার একটি ক্যাশব্যাক পাবেন। এর পাশাপাশি পুরনো মোবাইল বিক্রয়ের ক্ষেত্র আপনার কাছে থাকা পুরনো মোবাইলটির ডিজাইন এবং সমসাময়িক অবস্থার উপর নির্ভর করে সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন।

Read More: ১২ জিবি পর্যন্ত র‍্যাম, কত দাম রাখা হবে Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর?

তাহলে এবার 10,499/- টাকা মূল্যের iQOO Z9x 5G মডেলটির মাধ্যমে কোন কোন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা? এটি জানার জন্য অবশ্যই নিচে দেওয়া এই স্মার্টফোনের সমস্ত দুর্দান্ত স্পেসিফিকেশনগুলি জেনে নিতে হবে।

iQOO Z9x 5G মডেলের স্পেসিফিকেশন

প্রসেসর: iQOO Z9x 5G স্মার্টফোনটি এই রেঞ্জের মধ্যে অনবদ্য একটি স্মার্ট ফোন। এই মডেলটিতে সংস্থার পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এই স্মার্টফোনটি ওই রেঞ্জের মধ্যে সবথেকে দ্রুত স্মার্টফোন হিসেবেও দাবি করছে সংস্থা।

ডিসপ্লে: iQOO ব্র্যান্ডের এই বিশেষ স্মার্টফোনটির মধ্যে গ্রাহকেরা পেয়ে যাবেন 6.72-ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন এবং 120 Hz পর্যন্ত রিফ্রেস রেট।

ব্যাটারি: একটি স্মার্ট ফোন অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকাংশে আলাদা হয়ে যায় তার ব্যাটারির সক্ষমতার জন্য। স্মার্টফোনের ব্যাটারি যত ভাল হবে গ্রাহকেরা তত বেশি আকৃষ্ট হবেন। কারণ সারাদিনে, সেই স্মার্টফোনটি কতটা পারফরম্যান্স করতে পারবে তার বেশিরভাগটাই নির্ভর করে তার ব্যাটারির উপর। iQOO Z9x 5G স্মার্টফোনে সংস্থার পক্ষ থেকে অত্যন্ত স্বল্পমূল্যের বিনিময়ে 5000 mah এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি সরবরাহ করা হচ্ছে। যা একবার চার্জ দিলে আগামী দুইদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এর পাশাপাশি এর ব্যাটারি 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও জানানো হয়েছে।

ওএস: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যবহার আরো বেশি সুন্দর করে তোলে এর সফটওয়্যার আপডেট বা ওয়েস আপডেট। iQOO Z9x 5G স্মার্টফোনটিতে আগামী দু’বছর পর্যন্ত android এর নতুন ওয়েস আপডেট আসবে বলে জানানো হয়েছে। অর্থাৎ মাত্র 10,000/- টাকার বিনিময়ে গ্রাহকেরা দুই থেকে তিন বছর পর্যন্ত অনায়াসে এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা: একটি স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এর মধ্যে এর ক্যামেরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। iQOO Z9x 5G ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যেখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে ক্যামেরা প্রদান করেছে সংস্থা। এর পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য সেলফি তোলার ফ্রন্ট ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সংযুক্ত করেছে সংস্থা।

RELATED ARTICLES

Most Popular