Thursday, April 10, 2025
HomeMobile Reviewsভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এল iQOO Z10 এর দাম! মিড-রেঞ্জ সেগামেন্টে করবে...

ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এল iQOO Z10 এর দাম! মিড-রেঞ্জ সেগামেন্টে করবে এন্ট্রি।

iQ ব্র্যান্ডেড নতুন মডেল Z10 ভারতের বাজারে আসতে চলেছে এপ্রিল মাসের 11 তারিখে। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে জানা যাচ্ছে ভারতীয় বাজারে মিড রেঞ্জের মধ্যেই লঞ্চ হতে চলেছে iQOO Z10। ইতিমধ্যে এই হ্যান্ডসেটের বিষয়ে একাধিক তথ্য লিক হয়েছে।

এই সমস্ত তথ্য থেকে জানা যাচ্ছে যথেষ্ট ভালো মানের ডিসপ্লে এবং প্রসেসরের সাথে ভারতীয় বাজারে আসতে চলেছে এই দুর্দান্ত মডেলটি। এর পাশাপাশি এক রিপোর্ট থেকে এই স্মার্টফোনের চার্জিং ক্যাপাসিটি ও স্টোরেজ ক্যাপাসিটি সংক্রান্ত তথ্যগুলি, প্রকাশ পেয়েছে।

যে সমস্ত ব্যক্তিরা এখন একটি ভালো মানের স্মার্টফোন কেনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের কাছে ভারতীয় বাজারের নতুন এই স্মার্ট ফোন সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক। নিত্য নতুন লঞ্চ হওয়া বিভিন্ন স্মার্টফোনের মধ্যে থেকে অবশ্যই গ্রাহকেরা নিজেদের রেঞ্জের মধ্যে সবথেকে ভালো ফিচার যুক্ত স্মার্টফোনটি বেছে নেবেন। iQOO Z10 সম্পর্কিত বিভিন্ন লিক তথ্য জেনে নিতে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।

iQOO Z10 এর স্পেসিফিকেশন

প্রসেসর– প্রসেসরের মামলায় iQOO এর এই দুর্দান্ত মডেলটি ইতিমধ্যেই AnTuTu বেঞ্চমার্কিং টেস্টে আইকিউ জি10 7,65,243 স্কোর করেছে। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ লঞ্চ হবে বলে জানা যাচ্ছে।

চার্জিং ও ব্যাটারি– দুর্দান্ত এই স্মার্টফোনটির সব থেকে আকর্ষণীয় স্পেসিফিকেশন হল এর ব্যাটারি। iQOO Z10 মডেলটিতে যথেষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। গ্রাহকেরা এই স্মার্টফোনটি কিনলে 7300mAh এর ব্যাটারি পেতে পারেন।

Read More: ১২ জিবি পর্যন্ত র‍্যাম, কত দাম রাখা হবে Motorola Edge 60, Edge 60 Pro, Razr 60 Ultra এর?

তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি হওয়ার কারণে যে চার্জ খুব আস্তে আস্তে হবে এমনটা কিন্তু একেবারেই নয়। চার্জিং এর ক্ষেত্রেও এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেবে, যা মাত্র 33 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম হবে।

ডিসপ্লে– যে কোন স্মার্টফোনের বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে তার ডিসপ্লেটি বহু গ্রাহককে আকর্ষণ করে। এক্ষেত্রে iQOO তার Z10 মডেলটিতে সেন্টার-অলাইন্ড পঞ্চ-হোল কটআউট সহ কোয়াড-কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে। এর পাশাপাশি এই ডিসপ্লেতে 5000 নিটস পিক ব্রাইটনেস হবে বলেও জানা যাচ্ছে।

iQOO Z10 -এর দাম

ইতিমধ্যেই এই স্মার্টফোন সম্পর্কে যে তথ্য লিক হয়েছে, তা থেকে জানা যাচ্ছে যে এর বেস মডেলের দাম 21,999 টাকা থেকে শুরু হতে পারে। লঞ্চের সময় ভারতীয় ব্যাংকগুলির পক্ষ থেকে বিভিন্ন ডিসকাউন্ট এর মাধ্যমে এই স্মার্টফোনটি 19,999 টাকায় ক্রয় করতে পারেন গ্রাহকেরা।

RELATED ARTICLES

Most Popular