Thursday, April 24, 2025
HomeMobile Reviews108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল বাজেট ফ্রেন্ডলি Honor X70i, জানুন বিস্তারিত

108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল বাজেট ফ্রেন্ডলি Honor X70i, জানুন বিস্তারিত

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের দুনিয়ায় ঝড় আনতে চলেছে Honor X70i। কম দামে একটি ভালো স্মার্টফোন কিনতে চাইলে এটি আপনার অপশনের মধ্যে থাকতেই পারে। এই দুর্দান্ত স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা পাবেন গ্রাহকেরা। এর পাশাপাশি থাকছে অন্যান্য স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য বিশদে জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীনে Honor একের পর এক দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করছে। এর মধ্যে অন্যতম- Honor Power, Honor X60 GT এবং Honor GT Pro। যদিও এই সমস্ত স্মার্ট ফোনগুলি মিডিয়াম রেঞ্জের বাজেট সম্পন্ন। তাই দেশের সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য অত্যন্ত কম দামে বিভিন্ন ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে Honor X70i।

Honor X70i এর স্পেসিফিকেশন

১) ডিসপ্লে- Honor X70i স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। যেটির মাধ্যমে গ্রাহকেরা ২৪১২x১০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন। এ পাশাপাশি এই ডিসপ্লেতে থাকছে ৩,৫০০ নিটসের ব্রাইটনেস সাপোর্ট।

২) প্রসেসর- লো বাজেটের দুর্দান্ত এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি গ্রাহকদের দামের অনুপাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে।

৩) ক্যামেরা- Honor X70i স্মার্টফোনের অন্যতম স্পেসিফিকেশন হলো এর ক্যামেরা। ফটোগ্রাফি প্রেমীদের কাছে এই স্মার্টফোনটি দারুন একটি বিকল্প হতে পারে। এই স্মার্টফোনে প্রাইমারি ইয়ার ক্যামেরা হিসাবে ১০৮ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। অপরদিকে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল।

Read More:

৪) ব্যাটারি ক্যাপাসিটি- যে কোন স্মার্টফোন কতক্ষণ চলবে, তা নির্ধারণ করে সেই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি। ব্যাটারি ভালো না হলে স্মার্ট ফোন ব্যবহার অর্ধেক আনন্দ নষ্ট হয়ে যায়। এই কারণে স্লো বাজেটের স্মার্টফোন হলেও Honor X70i তে ব্যবহার করা হয়েছে ৬০০০ mAh এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এটি ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

৫) অ্যান্ড্রয়েড ভার্সন ও অন্যান্য ফিচার- Honor X70i ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনের ফিচার ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি স্মার্ট ফোনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Honor X70i -এর রং এবং স্টোরেজ অপশন

আগামী কয়েকদিনের মধ্যেই Honor X70i স্মার্টফোনটি চিনা বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের সময় স্মার্টফোনটি ৮ জিবি RAM+ ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অপশনে পাওয়া যাবে।

লঞ্চের সময় Honor X70i এর দাম

৮ জিবি RAM+ ২৫৬ জিবি স্টোরেজ- ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৩০০ টাকা)।
১২ জিবি RAM+ ২৫৬ জিবি স্টোরেজ- ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৮০০ টাকা)।
১২ জিবি RAm+ ৫১২ জিবি স্টোরেজ- ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,২০০ টাকা)।

Most Popular

Most Popular