Thursday, April 24, 2025
HomeMobile ReviewsRedmi Turbo 4 Pro: 7550 mAh ব্যাটারি সহ ভারতীয় বাজারে ঝড় তুলবে,...

Redmi Turbo 4 Pro: 7550 mAh ব্যাটারি সহ ভারতীয় বাজারে ঝড় তুলবে, 16 জিবি র‍্যামের এই নতুন স্মার্টফোন।

Redmi Turbo 4 Pro ভারতীয় বাজারে আনতে চলেছে বিরাট পরিবর্তন! দীর্ঘদিন ধরেই এই স্মার্টফোনটি নিয়ে চলছে বিভিন্ন জল্পনা কল্পনা। আগামীকাল অর্থাৎ এপ্রিল মাসের ২৪ তারিখেই লঞ্চ হতে চলেছে এই দুর্দান্ত স্মার্টফোন। গ্রাহকদের কাছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি। ভারতীয় বাজারে লঞ্চ এর আগেই মডেলটির বেঞ্চমার্ক জানা গিয়েছে। এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য।

Geekbench -এর বেঞ্চমার্ক রাঙ্ক অনুযায়ী কত স্থানে রয়েছে Redmi Turbo 4 Pro? এই স্মার্টফোনের মাধ্যমে কোন কোন ফিচার গুলি পাবেন গ্রাহকরা? নতুন মোবাইল লঞ্চের মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধা আসতে চলেছে? বিস্তারিত জানান আজকের প্রতিবেদন থেকে।

Redmi Turbo 4 Pro -এর বিভিন্ন স্পেসিফিকেশন

১) প্রসেসর- আগামীকাল লঞ্চ হতে চলা Redmi Turbo 4 Pro স্মার্টফোনটিতে ব্যবহৃত হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এটি দীর্ঘ সময়ের জন্য এই স্মার্টফোনকে কোন রকম সমস্যা ছাড়াই ব্যবহার করার সুযোগ করে দেবে গ্রাহকদের। এর পাশাপাশি এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম।

২) স্টোরেজ ক্যাপাসিটি- Redmi Turbo 4 Pro স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে 16 জিবি রাম সহ। এর পাশাপাশি লঞ্চের সময় রো একাধিক র‍্যাম অপশন পেয়ে যাবেন গ্রাহকেরা। গ্রাহকেরা এই স্মার্টফোনে ১ টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ পেয়ে যাবেন।

Read More:

৩) ডিসপ্লে- রেডমি তাদের এই নতুন মডেলের সাথে যুক্ত করছে শাওমির হাইপারওএস কাস্টম স্ক্রিন। এর পাশাপাশি এই স্মার্টফোনে মিলবে ৬.৮৩ ইঞ্চি ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১২৮০×২৮০০ পিক্সেল।

৪) ব্যাটারি- স্মার্টফোন যতই ভালো হোক না কেন তার ব্যাটারি যদি ভালো না হয় তাহলে তো কিছুক্ষণ ব্যবহারের পরেই চার্জ শেষ হয়ে যাবে। এই সমস্যার সম্মুখীন কিন্তু একেবারেই হতে হবে না রেডমি এই নতুন মডেলটিতে। Redmi Turbo 4 Pro মডেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৭,৫৫০ mAh ব্যাটারি ব্যবহৃত হয়েছে। যেটির সঙ্গে ৯০ ওয়াট দ্রুত চার্জিং এডাপ্টার ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

৫) ক্যামেরা- প্রথম গ্রাহক রয়েছেন যারা শুধুমাত্র ক্যামেরার জন্যই স্মার্ট ফোন কিনে থাকেন। সেই সমস্ত গ্রাহকদেরও নিরাস করেনি Redmi Turbo 4 Pro। স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকেরা 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন। এর পাশাপাশি পাবেন 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। স্মার্টফোনটিতে ব্যবহৃত প্রাইমারি রিয়ার ক্যামেরাটি OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে।

সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে Redmi Turbo 4 Pro। গ্রাহকেরা আগামীকাল থেকেই এই স্মার্টফোনটির সাদা, কালো এবং সবুজ রঙের ভ্যারিয়েন্ট কিনে নিতে পারবেন।

Most Popular

Most Popular